1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ সংগ্রহে নজর দিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ সংগ্রহে নজর দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ১৮৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার”
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ জানান দিচ্ছে বাংলাদেশ কতটা জলবায়ু পরিবর্তনজনীত ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা না থাকলেও সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশেকে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগে প্রতিবছর গড়ে ৩ হাজার ৭০ কোটি ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য সাধারণত উন্নত দেশগুলো দায়ী কিন্তু অর্থনৈতিকভাবে উন্নত হওয়ায় দেশগুলো ক্ষতি পুষিয়ে উঠতে পরছে। সমস্যায় পড়ছে অনুন্নত ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো।

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় ২০১০ সালে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় যার মূল লক্ষ ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো। ২০১৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এখন পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ডে ৯৫০ কোটি ডলার জমা পড়লেও এখান থেকে মাত্র ৯ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ফলে সরকারকে দুর্যোগ মোকাবিলায় নিজেস্ব তহবিল থেকে অর্থ খরচ করতে হচ্ছে। সরকার বাজেট থেকে অর্থ বরাদ্দ ও ক্লাইমেট চেঞ্জ আ্যাকশন প্ল্যান প্রণয়ন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

জলবায়ু পরিবর্তনে করনে বাংলাদেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদির ঝুঁকি বাড়ছে যার মাধ্যমে অবকাঠামো ও সম্পদের ক্ষতি হচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যেতে পারে যার মাধ্যমে ৩ কোটিরও বেশি মানুষ জলবায়ু উদ্বাস্তু হবে। ফলে বাংলাদেশের সামনে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

সরকারকে এখন উদ্যোগ নিতে হবে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ সংগ্রহের কারণ আমাদের জিডিপির একটা অংশ খরচ হচ্ছে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়। ফান্ড থেকে অর্থ সংগ্রহ করতে পারলে ক্ষতিগ্রস্থদের সহয়তা, আশ্রয় কেন্দ্র নির্মাণ, দুর্যোগ পরবর্তী অবকাঠামো উন্নয়ন, ও ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে।

লেখক: বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে জাতীয় প্রেস ক্লাব ঢাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম