মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন ১১ জন আক্রান্তসহ মোট আক্রান্ত এপর্যন্ত ৯৩ জনে পৌঁছালো। ঝিনাইদহের সিভিল সার্জনের করোনা সংক্রান্ত সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ’র দেওয়া তথ্যমতে অদ্য ১৪/০৬/২০ ইং রবিবার সকাল ৯.৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে আরো ৮৫টি নমুনা পরীক্ষার ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে ১১টি পজেটিভ এবং ৭৪টি নেগেটিভ। এই ১১টি পজেটিভের মধ্যে কোর্টচাঁদপুর ৫, কালিগঞ্জ ৩ মহেষপুর ২ এবং হরিনাকুন্ডু ১। গতকালের প্রাপ্ত রিপোটে সমতা ডায়াগনস্টিক সেন্টারের ৬ জনসহ ঝিনাইদহ সদরে মোট ১২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেলেও আজ নতুন করে কোন আক্রান্ত ব্যাক্তির রিপোর্ট আসে নাই। এ নিয়ে এই জেলায় ঝিনাইদহ সদর উপজেলায় ২২, শৈলকুপা ১৭, কালিগঞ্জ ২৩, কোর্টচাঁদপুর ১৮, মহেশপুর ৫ এবং হরিনাকুন্ডু ৮ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলো। আজ পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩। এর মধ্যে শৈলকুপা উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এবং জেলায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ্য হয়ে ওঠেছে ৪৩ জন।