ফরিদ আহমেদ নয়ন:
টংগী আরিচপুর এলাকায় করোনা ভাইরাস কে পুঁজি করে নকল হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ডওয়াশ, ফেসওয়াশ বানিয়ে মিজান এন্ড কোং নামে অসাধু ব্যবসায়ী কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।এসময় টংগী পূর্ব থানার পুলিশ নকল হ্যান্ড স্যানিটাইজার সহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা মোঃ মিজান(৪০)ও মোঃ শামীম (৩৫) ।এসময় পুলিশ নকল ওষুধ কারখানার মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে।
টংগী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন বলেন আমরা জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী রাতে হ্যান্ড স্যানিটাইজার প্রোডাকশন করে ,তাই রাতে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করি এবং কারখানার সকল মালামাল জব্দ করি।এ বিষয়ে মামলার টংগী পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়,যাহার নং ১৯৭৪/২৫(গ) মামলা এজাহারে উল্লেখ করা হয় এস আই সফিউল আলম মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।এসময় এস আই শাহিন মোল্লা ও এস আই রাজীব হাসান সহ অভিযান পরিচালনা করা হয়।