এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে দশম শ্রেণি এক মেধাবী ছাত্রী।সোমবার রাত ৮ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকার মোঃ শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া মোসাঃ ফারজানা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। এসময় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ফারজানা গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। নিহত ফারজানা টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের ১০ম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী।ফারজানা মাদারীপুর জেলা ও থানার চন্দ্রস্নান গ্রামের কৃষক মোঃ জসিম উদ্দিনের মেয়ে । দুই বোনের সংসারে ফারজানা বড়।নিহত ফারজানার মা ময়না বেগম টঙ্গীর বিসিক এলাকার ট্রিবলী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।ফারাজানা মায়ের সাথে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় মোঃ শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতো। টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ নিহত ফারজানার মরদেহের সুরতহাল করছেন বলে জানা যায়।