খাগড়াছড়ি,প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় এক নারীকে নিজ বসত ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের সোবানপুর ২নম্বর কলোনিতে। বৃহস্পতিবার গভীর রাতে এ নির্মম হত্যাকান্ড ঘটনো হয়েছে বলে পুলিশের ধারনা। শুক্রবার সকাল ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মরিয়ম বেগম (৬০) মৃত শামশুদ্দিনের স্ত্রী। তিনি নিজ ঘরে একাই বসবাস করতেন। একমাত্র কন্যা সন্তান মাহফুজা (৪২) থাকেন পাশের গ্রাম হাজাছড়া এলাকায় স্বামীর বাড়িতে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী হানিফ (২০) প্রতিদিনের মতো পান খাওয়ার জন্য যান মরিয়মের ঘরে। তখন লাশ পরে থাকতে দেখে খবর দেন মরিয়মের স্বজনদের।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।