মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- সম্প্রতি গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী ডালিম খাঁ’র পাকা আনারস বাগান কেটে সাবার করে দিয়েছিল দুর্বৃত্তরা! ফলে সেই ক্ষতিগ্রস্ত চাষীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।
সোমবার (১ জুন) দুপুর ১২টায় গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী হাতিমুড়ার মো. ইউনুছ খাঁ’র ছেলে ডালিম খাঁ’র ক্ষতিগ্রস্তের জমিতে গিয়ে চাষীর হাতে নগদ অর্থ তুলে দেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েত বিন কবির ও মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. ফয়সাল মাহমুদ শুভ। এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. রুস্তম আলী তালুকদার ও ক্ষতিগ্রস্ত কৃষক মো. ডালিম খাঁ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ডালিম খাঁ’র সৃজিত ৩০শতক জমির পাকা আনারস বাগান কেটে ফেলে উপজাতি দুর্বৃত্তরা! অভিযোগ রয়েছে বাৎসরিক চাঁদা পরিশোধ না করায় সৃজিত আনারস বাগানে এ ধ্বংসযজ্ঞ চালিছে দুর্বৃত্তরা! তাদের নির্মম তান্ডবে কৃষক ডালিমের প্রায় ২লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে আর্থিক সংকট দূরীকরণে আজ সিন্দুকছড়ি সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হন।