1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের স্বাস্থ্যসেবা মহিষের গতিতে হওয়ায়-করোনা রোগি বারছে ঘোরার গতিতে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

দেশের স্বাস্থ্যসেবা মহিষের গতিতে হওয়ায়-করোনা রোগি বারছে ঘোরার গতিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৪৭ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে সামান্য জ্বর সর্দিকাশি হাচি রোগি নিয়ে যদি কোন হাসপাতালে কিংবা প্রাইভেট ক্লিনিকে যাওয়া হয় । অনেক সময় ডাক্তাররা রোগি না দেখেও পাঠিয়ে দিচ্ছেন অন্য হাসপাতলে। নিরুপায় হয়ে ভুক্তভোগী রোগীর অভিভাবকরা ডাক্তারের নির্দেশনা শুনে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,সেখানেও মিলছেনা চিকিৎসা।
বগুড়া জেলার সাড়িয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে করোনা রোগটির সংখ্যা বেড়েই চলেছে ঘোরার গতির মতো। সারিয়াকান্দি উপজেলায় করোনা রোগির সংখ্যা ৪৬ জন। সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা করোনা আক্রান্তে আইসোলেসনে থাকা মোঃ সানাউল্লাহ কবির ভিকি শ্যামল বাংলা ডট নেট এ-র স্টাফ রিপোর্টার মোঃ নুর আলম সিদ্দিকীকে মুটো ফোনে বলেন,গত ৩জুন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারটাইর আকন্দ পাড়া বহুরা সাড়িয়াকান্দির বাসিন্দাসহ মোছাঃ সুরভি আক্তার (২৫) আব্দুর রাজ্জাক(৭০) রেহেনা বেগম(৬৫) রানা(৩০) হারুন অর রশিদ(৩৫) ফজিলা(৩০) হাসি(১৫) আব্দুস সাত্তার(৮০) অলেসা বেগম(৭০) বিল্লাল হোসেন(৭৫) রোমিসা বেগম(৬৮) সহ আরো অনেকের করোনা স্যাম্পল দেওয়া হয়েছে আজ ১৪জুন এ পর্যন্ত আমাদেরকে করোনা টেস্টের রেজাল্ট পাইনি। আমরা খুবই কঠিন উৎকন্ঠায় বাস করছি। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডর খাইরুল কবিরের সংগে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের করোনা টেস্টের রেজাল্ট পেতে ৮/১০দিন সময় লাগে। এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্হ্য কম্পে্লেক্সের প্রধান কর্মকর্তা স্যারের সংগে কথা বলেন। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান কর্মকর্তা মাহমুদুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি শ্যামল বাংলা ডট নেট এ-র স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকীকে বলেন আমাদের উপজেলায় ৪৬জন করোনা রোগি আছেন। আমরা প্রতিদিন করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ করে প্রতিদিন বগুরা সহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। করোনা স্যাম্পল এতো পরিমান বেশি হচ্ছে তাই হিমসিম খেতে হচ্ছে। তার কারন উল্লেখ করে তিনি বলেন আমাদের শুধু বগুড়া জেলা নয় পাশাপাশি নওগাঁ জেলা সিরাজগন্জ জেলা গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলারও মাঝে মর্ধ্যে আসে আমি দেখেছি। প্রতিদিন শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গরে ৪০০-৫০০স্যাম্পল আসে সেখানে একটি পিসিআর মেসিন থাকায় ১৮৮টি স্যাম্পল টেস্ট করতে পারে বাকি গুলো জমা থাকে এজন্যই জটবাধছে করোনা টেস্টের রেজাল্ট পেতে। তিনি আরও বলেন আমাদের মেসিন সংকট জনবল সংকট আগামি দু’এক দিনের মধ্যে আরো একটি পিসির মেসিন আসবে আসলে হয়তোবা কিছুটা জট কমবে। দেশের সবখানে এরকম পরিস্থিতির স্বীকার হচ্ছে করোনা রোগীরা তাই ভুক্তভোগীরা বলছেন
দেশের স্বাস্থ্যসেবা মহিষের গতিতে চলছে-করোনা রোগি বারছে ঘোরার গতিতে।
ডাক্তারদের ভাব দেখে ভুক্তভোগিরা মনে করেন ডাক্তারেরা থাকছেন যেনো তিন কিলোমিটার দূরে।
বর্তমানে ডাক্তার খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পরেছে ।বিগত দিনে ডাক্তারদের খাওয়া ঘুম ছিল না এক ক্লিনিকে সকালে আরেক ক্লিনিকে দুপুরে আর এক ক্লিনিকে সন্ধ্যায় আরেক ক্লিনিকে রাত দশটার পরে এমনও দৃশ্য দেখা গেছে।আকাশছোঁয়া ভিজিটের কারণে নুয়ে পড়েছিলেন সাধারণ রুগিরা । এখন করোনার আক্রমনের প্রভাবে ডাক্তাররাই নুইয়ে পরেছে বালিশের নিচে অথবা উপরে। এখন আর সেইসব ডাক্তারদের দেখা মিলছে না চেম্বারে।

আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি টিভির পর্দায় অনলাইন মিডিয়ায় ও খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা হাসপাতাল ঘুরতে ঘুরতে লাশ হয়ে ফিরে যাচ্ছেন অগণিত ভুক্তভোগীরা । কোনরকম পদক্ষেপ গ্রহণ করছেন না প্রশাসন সহ সংস্লিস্টরা । অপরদিকে সিরিয়ালে দাঁড়াতে দাঁড়াতে লাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই।

স্বাস্থ্য সেবার অবহেলার কারণ কি? কিভাবে পরিত্রাণ পাবে সাধারণ মানুষ তার নেই কোন দ্রূততার সমাধান বর্তমানে এখন একজন রোগী হয়ে গেলে তার মত অসহায় আর কেউ নেই। যেমনই রোগ হোক না কেন সকলের ঘৃণার পাত্র হয়ে দাঁড়াচ্ছেন রোগীরা।

স্বাস্থ্য সেবা পেতে একজন সাধারণ রোগীর আকুল আহ্বান। ডাক্তারদের অবহেলার কারণে হাসপাতাল ঘুরতে ঘুরতে কেউ লাশ হয়ে না ফিরুক। জাগ্রত হোক মানবতার বিবেক,বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা গুলো তদন্ত পর্যবেক্ষণ করা হোক প্রতিনিয়ত, কতজন ডাক্তার নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। প্রাইভেট ক্লিনিক বা সরকারী বেসরকারি হাসপাতাল কিংবা হউক ক্লিনিক তদন্ত পর্যবেক্ষণ করা হোক সার্বক্ষণিক । প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম