1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরো ১৭ জন করোনায় আক্রান্তসহ দিনাজপুরে ৪৫৮ জন এবং সুস্থ ১৮১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

নতুন আরো ১৭ জন করোনায় আক্রান্তসহ দিনাজপুরে ৪৫৮ জন এবং সুস্থ ১৮১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৫৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্তসহ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৫৮ জন । একই সময়ে নতুন ৯ জনসহ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৮১ জন । বুধবার পর্যন্ত একজন ডাক্তারসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে সদর উপজেলায় ৯ জন, খানসামায় ৪ জন, বিরামপুরে একজন, পার্বতীপুরে একজন, বীরগঞ্জে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। আর নতুন সুস্থ ৯ জনের মধ্যে পার্বতীপুরে ৫ জন, হাকিমপুরে দুইজন ও সদরে দুইজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ বুধবার (১৭ জুন) রাত সাড়ে পৌনে ৯ টায় জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১৭ জন করোনায় আক্রান্তসহ জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৫৮ জন।

এছাড়া নবাবগঞ্জ উপজেলায় নতুন আরো ৯ জনসহ ১৮১ জন সুস্থ হয়েছেন। আর গত ২৪ ঘন্টায় একজনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৪৫৮ জনের মধ্যে পুরুষ ৩২৮ জন, নারী ১১০ জন ও শিশু ২০ জন।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ৪৫৮ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৪৫ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৪ জন, বিরলে ৪১ জন, বোচাগঞ্জে ১৬ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ৩৬ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৬ জন, নবাবগঞ্জে ২৭ জন, হাকিমপুরে ৫ জন, খানসামায় ২৯ জন, বিরামপুরে ৩৭ জন, ঘোড়াঘাটে ৩২ জন, চিরিরবন্দরে ৪০ জন (মৃত ৩ জনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ২১ জন।

অপরদিকে সুস্থ ১৮১ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩৯ জন, বিরলে ২৪ জন, বোচাগঞ্জে ৯ জন, কাহারোলে ১০ জন, বীরগঞ্জে ১৩ জন, খানসামায় ৬ জন, চিরিরবন্দরে দুইজন, পার্বতীপুরে ২৩ জন, ফুলকাড়ীতে ৭ জন, বিরামপুরে ৩ জন, নবাবগঞ্জে ১৫ জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ২৬ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৩২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন ও মৃত্যুবরণ করেছেন ৭ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৭টি নমুনার ফলাফল পজিটিভ, দুইটি নতুন নমুনার ফলোআপ ফলাফল পজিটিভ ও বাকী ৭৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। আর গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনাসহ এ পর্যন্ত ৫৫৫৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫১৬৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘন্টায় ১০৫ জনসহ ১১ হাজার ২৬৬ জনকে হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৮ হাজার ৭৯৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টইনে রয়েছে ২ হাজার ৪৭৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ৩৫২ জনকে । প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৩০৭ জন ও বর্তমানে ৪৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম