সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী জেলায় করোনা সংক্রমণ পরীক্ষা করতে পিসিআর ল্যাব স্থাপনের কথা জানান শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার (৬ জুন) জেলার কৃতিসন্তান শিল্পমন্ত্রী জনদাবির প্রতি সম্মতি জানান এবং জেলার করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রশাসনের সমন্বয়ে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের ঘোষণা দেন।
এর অাগে পিসিঅার ল্যাব স্থাপনের দাবী জানিয়ে কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় চলছিল। নরসিংদীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে একাত্বতা প্রকাশ করে হাজার হাজার জনতাও এ দাবীতে সোচ্চার হয়ে উঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের মতামত প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে ল্যব স্থাপনের দাবিটি জনদাবিতে পরিণত হয়।
জেলার সর্বস্তরের মানুষের এ দাবিটি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের দৃষ্টিগোচরে অাসে। অার এ দাবিকে বাস্তবে রূপ দিতে শিল্পমন্ত্রীর সহযোগীতা কামনা করেন। শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পিসিঅার ল্যাবের ঘোষণা দেন। তার এ ঘোষণা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় জেলাব্যাপী। আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে প্রচার প্রচারণায় মেতে উঠে হাজার হাজার জনতা। সেইসাথে নরসিংদীর জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে।
স্থানীয়দের মতে, নরসিংদী জেলা একটি শিল্প এলাকা। এ জেলায় প্রায় ২৪ লাখ মানুষের বসবাস। শিল্প কল-কারখানা ও ব্যবসা সমৃদ্ধ জেলা হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ জেলায় যাতায়াত রয়েছে। সরকার শর্তসাপেক্ষে লকডাউন কিছুটা শিথিল করায় নরসিংদী জেলায় জনস্রোত বৃদ্ধি পায়। স্বাস্থ্যবিধি না মানা ও অন্যান্য জেলার লোকজনের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ প্রেক্ষিতে পিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়ে। শিল্পমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।