নাংগলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ
নাঙ্গলকোটের হেসিয়ারার ঘটনায় ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক সোহেলকে আটক করেছে পুলিশ। আসামী সোহেলকে আদালতে হাজির করতে কুমিল্লার পথে আছে। সাথে ধর্ষিতাকেও আদালতে হাজির করা হচ্ছে। আদালতের কাছে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য পুলিশ অনুমতি চাইতে পারেন এবং আদালতে বাদিনী জবানবন্দি উপস্থাপন করবে। গতকাল রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সোহেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষিতার ভাই,পাশের বাড়ির পারভীন ও শাহজাহানকে মামলায় সাক্ষী করা হয়েছে। তথ্যগুলো জানিয়েছেন মেয়ের ভাই।
এর আগে শ্যামল বাংলা নিউজ করার পর এলাকাবাসী বিচারের দাবিতে সোচ্চার হয়ে। এ নিউজের প্রেক্ষিতে নাংগলকোট থানা পুলিশ জিজ্ঞাসাবদের জন্য ভিকটিম,তার ভাই এবং তার বাবাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর ভিকটিমের বাবা বাদী হয়ে সোহেলকে আসামী করা ধর্ষণ মামলা ধায়ের করেন।
উল্লেখ্য,ধর্ষক সোহেল ও ধর্ষিতা আপন চাচা-ভাতিজি। ধর্ষিতা বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।