আফজাল হোসাইন মিয়াজী ॥
কুমিল্লার নাঙ্গলকোটে ইব্রাহিম খলিল (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইব্রাহিম খলিল হামলার শিকার হয়ে ২০ দিন বিনাচিকিৎসায় পড়ে থেকে শুক্রবার বিকেলে মারা যান। হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তোফায়েল আহমেদ ও তার পিতা আব্দুল মান্নান’সহ ৩ জনকে পুলিশ আটক করে দু’জনকে ছেড়ে দেয়। অভিযুক্ত তোফায়েলকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের মেরকট গ্রামে। নিহত ইব্রাহিম খলিল ওই গ্রামের দিনমুজুর অহিদুর রহমানের ছেলে। মারপিটের ঘটনার দিন নিহত ইব্রাহিম খলিল আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলামের কাছে প্রাণ ভিক্ষা ছেড়েও সহযোগীতা পাননি বলে অভিযোগ করেন নিহতের পরিবার ও স্থানীয়রা। ঘটনায় অপর অভিযুক্ত তোফায়েলের ভাতিজা মনির পলাতক রয়েছে। শনিবার নিহতের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রমজানের দুই দিন পূর্বে একই গ্রামের আবদুল মান্নানের ছেলে তোফায়েল আহমেদের মৎস্য প্রজেক্টের পানি যাওয়াকে কেন্দ্র করে নিহতের পিতা অহিদুর রহমানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় ২৭ রমজানে তোফায়েল ও তার ভাতিজা মনির নিহত ইব্রাহিম খলিলকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে তোফায়েলের ভাই আলী আক্কাসের মেরকটগ্রামস্থ ডেকোরেটর দোকানের ভিতরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করান। বিষয়টি নিয়ে নিহতের পরিবার বিচারের আশায় স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম’সহ সমাজপতিদের ধারেধারে ঘুরে বিচার পাননি। শুক্রবার বিকেলে ইব্রাহিমের বুুকে ব্যাথা হলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। ইব্রাহিম খলিল গত এক বছর পূর্বে নোয়াখালীর সেনবাগ এলাকার বাহাপুর গ্রামে বিবাহ করেন। তার স্ত্রী ৮ মাসের অন্তসত্ত্বা বলে জানা যায়। নিহত ইব্রাহিম ঢাকায় এমব্রয়ডারীর কাজ করতেন। মহামারী করোনাভাইরাসের কারনে তিনি বাড়ীতে অবস্থান করছেন।
এদিকে, শুক্রবার নিহতের মৃত্যুর বিষয়টি তার পিতা-মাতা হত্যাকান্ড দাবী করলেও শনিবার ভোর রাতে নাঙ্গলকোট থেকে বাড়ী যাওয়ার পর নিহতের পিতা তার ছেলে বিষপান করেছে বলে দাবী করে আসছে। তবে নিহতের মা হাজেরা খাতুন ও অন্তসত্ত্বা স্ত্রী আমেনা বেগম হত্যার বিচার দাবী করে বলেন ইব্রাহিম বিষ পান করেননি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের পিতা অহিদুর রহমান অভিযোগ করে বলেন, তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া সে বিষও পান করেছে। তবে ইব্রাহিমের হত্যাকান্ডের বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমার কাছে মামলা করার টাকা নেই এবং ঘটনাটি হত্যা হলেও আমি বিচার চাইনা।
নিহতের জেঠা আব্দুল লতিফ চনুমিয়া ও স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন হৃদয় ও পাশ্ববর্তী ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান’সহ মেরকট গ্রামের শতাধিক মানুষের সাথে কথা বলে জানা যায়, নিহত ইব্রাহিমকে বেধড়ক মারপিটের পর স্থানীয় ভাবে বিচারের জন্য অনেক ঘুরাঘুরি করেছেন। তবে তার বিষ পানের বিষয়টি গ্রামের কেউ শুনেননি বলে জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়েদুল হক বলেন, নিহতের পিতার বর্ণনায় গত কয়েকদিন পূর্বে বিষ পানের বিষয়টি আসায় একটি অপমৃত্যু ও পূর্বের মারামারির বিষয়ে আরেকটি মামলা করে প্রধান আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে, নিহতের পিতার দাবী তার ছেলে স্ত্রীর সাথে রাগ করে বিষ পান করেছে। পূর্বের মারামারির বিষয়ে প্রধান আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।