1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালি সেনবাগ উপজেলার পরিকোটর সন্ত্রাসীদের হুমকি- আতংকে দিন কাটছে কুমিল্লার সোনাচাকা গ্রামবাসীর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে যুবককে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল যারা ইসলাম চায়, দেশে কোরআনের আইন চালু হোক চায়, আমরা তাদের সাথে সমঝোতা করতে চাই- অধ্যাপক মজিবুর রহমান বাংলাদেশের মাটিতে গনহত্যাকারীদের বিচার করতে হবে – মাওলানা রফিকুল ইসলাম খান ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” ফাইনাল ঠাকুরগাঁওয়ে ৩’শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ “আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট “—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা! নকলায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি শ্রীপুর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ 

নোয়াখালি সেনবাগ উপজেলার পরিকোটর সন্ত্রাসীদের হুমকি- আতংকে দিন কাটছে কুমিল্লার সোনাচাকা গ্রামবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৬০ বার

জামাল উদ্দিন স্বপন:
সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাট করেও ক্ষান্ত হচ্ছে না সেনবাগ উপজেলার পরিকোট গ্রামের সন্ত্রাসী বাহিনী । আইনের আশ্রয় নেয়ার খবরে এখন প্রতিনিয়ত আবারও হামলার হুমকি দিচ্ছে । তাই আতংকে দিন কাটছে নিরীহ ও আদর্শ গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লা জেলার নাংগলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের সোনাচাকা গ্রামবাসীর । গ্রামটি একেবারে জেলার শেষ প্রান্তে নোয়াখালির সীমান্তে । পাশেই পরিকোট গ্রাম । জনবলে আয়তনে অনেক বড় গ্রাম।আশে পাশের ছোট গ্রামের লোকজনের প্রায়ই অত্যাচার নির্যাতনের অভিযোগ তাদের বিরুদ্ধে । প্রতি নিয়ত অত্যাচার নির্যাতন চালিয়ে আসার অভিযোগ সোনাচাকাতেও । সোনাচাকা একে ছোট্ট গ্রাম, জনবল নাই বললেই চলে । অন্যদিকে অন্য জেলাধীন তাই কথায় কথায় খবরদারি করে সোনাচাকা গ্রামবাসীর উপর । গ্রামবাসী তাদের ভয়ে সব সময় তটস্থ থাকে । কোন প্রবাসী দেশে আসলে তাদের জন্য দামী গিফট আনতে হয় । নচেত্ নিরাপত্তার শংকা দেখা দেয় । মোট কথা পরিকোটের বখাটেদের কাছে সোনাচাকা গ্রামবাসী জিম্মি !
পরিকোট গ্রামের খামার ব্যবসায়ী নিজামুদ্দিনের মালের ট্রাকটর সোনাচাকা গ্রামের ভিতরে কাঁচা রাস্তায় চলাচল করে । তাতে রাস্তা খানাখন্দ সৃষ্টি হলে মানুষের চলাচলের নুপযোগী হয়ে দাঁড়ায়। এভাবে চলতে থাকায় একপর্যায়ে গত 10 জুন বুধবার গ্রামবাসী ট্রাকটর চলাচলে আপত্তি জানায় । ছোট গ্রামের মানুষ বড় গ্রামের গাড়ি চলাচলে বাঁধা, এতেই তাদের প্রেস্টিজে লাগছে ! এ উছিলায় পরিকোট গ্রামের নিজাম উদ্দিন, আমির হোসেন, গোলাফ রহমান, দিল মোহাম্মদ, জামাল উদ্দিন, শামীম আহমেদ, সাহাবুদ্দিন ও সরোয়ার হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় হাজার খানেক লোক সংঘটিত হয়ে একই দিন শেষে রাতের আঁধারে দুইদফা সন্ত্রাসী হামলা চালিয়ে গ্রামের 11টি বাড়ি ভাংচুর ও স্বর্ণ গয়না, নগদ টাকা সহ পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় । সন্ত্রাসীদের হামলা আহতরা হলেন বিধবা নারী সালেহা বেগম, বৃদ্ধা নারী জাহানারা বেগম,
জাসেদ.দেলোয়ার.সালমান.আব্দুর রহমান রকি,জামসেদ.বাদশা. খোকন ,শাহাদাত সহ অনেকেই । সন্ত্রাসরী
জাসেদ ঘর ও মোটর সাকেল, কুদ্দুসের ঘর, শাহাদাতের ঘর, নুরনবীর ঘর ভাংচুর করে । বন্যপ্রাণীর মত পুরো গ্রাম লন্ডভন্ড করে তারা মসজিদে ডুকে নামাজরত মুসল্লিদের উপরও হামলা চালিয়েছে । তারা মসজিদের দরজা জানালা ও মাইক চূর্ণ বিচূর্ণ করে । সন্ত্রাসীদের ভয়ে আত্মরক্ষার্থে নারীরা খাটের নীচে লুকিয়ে রেহাই পায়নি । সন্ত্রাসীরা নারীদের ইজ্জত লুন্ঠনের চেষ্টা করে । তাদের এহেন অত্যাচার
পাকিস্তানী হানাদার বাহিনী ও মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় ।
বিএনপি অধ্যুষিত গ্রাম নামে পরিচিত এ গ্রামে আছেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিত্তশালী কাজী মফিজুর রহমান । একেই বড় গ্রাম, লোকবলও বেশি আবার প্রভাবশালী নেতার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে থাকে । যেখানে তারা ধরাকে সরাজ্ঞান করে না, সেখানে সোনাচাকা তাদের জন্য পুঁটি মাছ । তাদের গ্রামের ট্রাকটর চলাচলে বাধা ? সুতরাং সোনাচাকা গ্রাম মাটির সাথে মিশিয়ে দিতে হবে ! তাদের রণ সজ্জা, আক্রমণ লন্ডভন্ডের চিত্র দেখে মানুষ অনেকটা সেই রকমই ভাবছে । এখন সোনাচাকা বাসির উপর চাঁদাবাজির অভিযোগ তুলে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টায় মত্ত । ঘরবাড়ি ভাংচুর করতে নিয়ে নিজেদের শরীরে টুকটাক রক্তাক্ত হয়ে গ্রামবাসীর উপর অভিযোগের নাটক তৈরি চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । এলাকার অনেকেই বলেন, যেখানে পরিকোটের ভয়ে সময় তটস্থ থাকতে সেখানে অস্ত্র শস্ত্রে সজ্জিত মারমুখী অবস্থায় হাজার লোক দেখে সোনাচাকা বাসি দিশেহারা । আত্মরক্ষার্থে দ্বিগ্বিদিক শূন্য । প্রতিরোধের প্রশ্নই উঠে না । জানা গেছে,
নির্যাতিত ও ক্ষতিগ্রস্থরা নাংগলকোট থানায় মামলা করেছে । মামলার খবর পেয়ে পরিকোটের সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে । তারা আবারও হামলা চালাতে পারে । হামলার আশংকায় সোনাচাকায় আতংক বিরাজ করছে এবংগ্রামবাসী ও বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম