গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল (পটিয়া) এর অভিযানে মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ইয়াবা সহ ১ মাদক কারবারীকে আটক করেছে।
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে বিকাল ০২. ০০টায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম পলাশ মিয়া (২৭), সে গাজীপুর জেলার আরিচা পুর্ব মন্নান নগর এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) ডিএনসির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা পাচারকারী পলাশকে ১০০০ (এক হাজার ) পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।