বরুড়া প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার বরুড়া পৌরসভার কামেড্ডায় ৬০ বছরের এক বৃদ্ধার উপর হামলা করে। স্থানীয় সূত্রে জানাযায় ১৫ জুন(সোমবার) সকাল ১০টায় আবদুল ওয়াহাব নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করে। থানায় অভিযোগ সূত্রে জানা যায় আঃ ওয়হাবের সাথে মন্তু মিয়ার দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এরই ধারাবাহিকতায় তালের ডাব বিক্রয়কে কেন্দ্র করে গত সোমবার সকাল ১০টা আবদুল ওয়হাবের উপর হামলা চালায় মন্তু মিয়া, নাছিমা আক্তার, ফাতেমা বেগম, নাজনীন আক্তার ও জাহাঙ্গীর আলম। পরে আব্দুল ওয়হাবের পরিবার তাকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।
এই ঘটনার বিষয়ে আহত আবদুল ওয়হাব বলেন, বহু আগে সম্পত্তি নিয়ে মন্তু মিয়ার বিরুদ্ধে থানায় দুইটি অভিযোগ করেছিলাম। গত সোমবার আমার উপর হামলা করার কারণে গতকাল মঙ্গলবার থানায় নতুন করে আরেক লিখিত অভিযোগ করি।