কাজী কামাল হোসেন, নওগাঁঃ নওগাঁর পোরশায় প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর মাঠে।
আমগাছের মালিক মোঃ আব্দুল খালেক জানান, গতবছর আমার জমিতে ১ লক্ষ্য টাকা খরচ করে আম গাছ রোপন করি। এরপর এই আমগাছ পরিচর্যা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। হঠাৎ করে গতকাল সোমবার দিবাগত রাতের আধারে নির্বিচারে আমার প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, জমিজমা নিয়ে গ্রামেই একজনের সাথে আমার দির্ঘদিন যাবত কোটে মামলা চলছে। এসব কাজ তাদেরও হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।