লোহাগাড়া প্রতিনিধিঃ
গত মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘আ.লীগ নেতাকে খুন করতে ভাড়াটে খুনি পাঠালেন চেয়ারম্যান!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত।
প্রতিবাদে তিনি বলেন, গত ২ জুনের ঘটনাটি সঠিক নয়। প্রকৃত সত্য হচ্ছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দি ছিলেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী। মনোনয়নের দৌঁড়ে আমার সাথে হেরে গিয়ে এবং নৌকা প্রতীকের প্রার্থী হতে না পেরে তখন থেকে আমার পিছু লেগে আছেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছেন। বাজালিয়া মাটি ও মানুষের কাছে আমার দৃঢ় অবস্থান দেখে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমার বিজয় সুনিশ্চিত দেখে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী এবং অস্তিমজ্জায় একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। তাছাড়া আমি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আমার সাথে জামায়াত শিবিরের কানেকশন থাকার প্রশ্নই উঠে না। পক্ষান্তরে আমি বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী কে যেমন সম্মান করি তেমনি ছাত্রনেতা সজিব ও যীশুকে স্নেহ করি। তাদের কে আমি হত্যা করার চেষ্টা চালাচ্ছি এটা একটা অবান্তর ও অগ্রহণযোগ্য যুক্তির অবতারনা মাত্র। এটা একটা সাজোনো নাটক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এর মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছে।