1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রচারবিমুখ একজন ডাঃ এম আই মন্ডল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

প্রচারবিমুখ একজন ডাঃ এম আই মন্ডল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৭৩ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে:
বর্তমান করোনা পরিস্থিতিতে নীরবে নিভৃতে দুঃস্থ্য জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন প্রফেসর ডাঃ মোঃ মোজাফফর-উল-ইসলাম মন্ডল (ডাঃ এম অাই মন্ডল)। প্রচার বিমুখ এই মানুষটি ছোটবেলা থেকেই বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে। তাঁর পিতার নাম- মরহুম কোবাদ আলী মন্ডল।

ডাঃ এম অাই মন্ডল পেশায় একজন চিকিৎসক। তিনি ইতিপূর্বে রংপুর মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল কলেজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন মাওলানা ভাসানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন । মাওলানা ভাসানী মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ তাঁর সময়েই নির্মিত হয়।

ডাঃ এম অাই মন্ডল শিক্ষাজীবন শুরু করেন তাঁর নিজ গ্রাম কালমাটিতে। পরবর্তীতে­ তিনি লালমনিরহাট হাই স্কুলে পড়াশোনা করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে চিকিৎসক হিসেবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে তিনি অাই পিজি এম অার (বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ গ্রাম কালমাটিতে অবস্থানকালীন সাধারণ জনগণ ছাড়াও বহু আহত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা প্রদান করেন। উল্লেখ্য, তাঁর বড় বোনের স্বামী ডাঃ অাব্দুল ওয়াহেদও লালমনিরহাট জেলা শহরের একজন নামকরা চিকিৎসক ছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন লালমনিরহাট এবং তার আশেপাশের এলাকার সকল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আব্দুল ওয়াহেদ এবং তাঁর শ্যালক ডাঃ এম অাই মন্ডল। তাঁরা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুধু ঔষধপত্র দিয়েই নয় কিছু কিছু ক্ষেত্রে তাঁরা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাইনর অপারেশন পরিচালনা করেন, এমনকি শরীরে বিদ্ধ গুলিও অপসারণ করেন। ডাঃ এম আই মন্ডল তাঁর বাড়ির নিকটবর্তী তাঁর বাবার প্রতিষ্ঠিত ২নং চোংগাদ্বাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী হাসপাতালে রুপান্তরিত করেন এবং নিজ উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও খাওয়া-থাকার ব্যবস্থা করেন।

ডাঃ এম অাই মন্ডল রংপুর মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় অনেকদিন হাসপাতালের ভারপ্রাপ্ত ডাইরেক্টর-এর দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভূত উন্নতি সাধন করেন। সেই সময়ে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং আশে-পাশের এলাকার জনগণের স্বাস্থ্য সংক্রান্ত কোন সমস্যা হলেই তাঁরা প্রফেসর ডাঃ এম আই মন্ডলের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধান করতেন।
পরোপকারী ও প্রচার বিমুখ এই মানুষটি বর্তমানে ঢাকায় ট্রমা সেন্টারে রেডিওলজি বিভাগে কর্মরত। প্রতি বছর শীতে তিনি নিজ গ্রাম কালমাটি এবং আশে-পাশের গ্রামগুলোতে শীত বস্ত্র বিতরণ করে থাকেন এবং বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। বর্তমান করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে প্রফেসর ডাঃ এম আই মন্ডল নিজ উদ্যোগে নিজ এলাকায় গরীব মানুষকে সাহায্য প্রদান করেন।

এদিকে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নে আলো ছড়াচ্ছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ মোঃ মোজাফফর-উল-ইসলাম মন্ডল (ডাঃ এম আই মন্ডল)। শীতে, বন্যায় ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের ন্যায় করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আলোকিত মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ মোজাফফর-উল-ইসলাম মন্ডল-এঁর পক্ষ থেকে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
পনেরো রোজার পর থেকে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
আজ ১ জুন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি মন্ডল বাড়ীর উঠানে ৩জন বীর মুক্তিযোদ্ধাকে
২হাজার টাকা হারে ৬হাজার টাকা প্রদান করেন।
ইতিপূর্বে করোনা সংকট কালে মানবতার সেবায় ৫৭জনকে ৪হাজার টাকা হারে ২লক্ষ ২৮হাজার, ১২জনকে ৩হাজার টাকা হারে ৩৬হাজার, ৬জনকে ২হাজার টাকা হারে ১২হাজার, ৮৭জনকে ১হাজার টাকা হারে ৮৭হাজারসহ মোট ৪লক্ষ ৬হাজার টাকা বিতরণ করা হয়।
কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম আই মন্ডলের ভাতিজা রসুল আলম মন্ডল রাসেল, ভাগিনা আব্দুল আহাদ লুলু, বিশিষ্ট ব্যক্তি আবদার আলী মন্ডল, আব্দুল হান্নান সরকার, বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান প্রমুখ। উল্লেখ্য যে, নগদ অর্থ প্রাাপ্ত ৩জন বীর মুক্তিযোদ্ধা হলেন- তহসিন আলী, আজিজার মন্ডল, কাদের মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম