1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসীদের জীবন বাস্তবতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সন্মেলন মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম সরকারের কাছে ৫ টি দাবী পেশ জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ কর্ণফুলীর যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন গ্রেফতার গুইমারায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অনুষ্ঠিত আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের মেষতলায় বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী

প্রবাসীদের জীবন বাস্তবতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৮৫ বার

|ইস্রাফিল হাজারী|
এইতো ছোট ভাই টা ইন্টার পাশ করুক, তাকে বিদেশ নিয়ে আসবো । আমার প্রবাস জীবনের ৭/৮ বছর হয়ে গেছে , ছোট ভাইটা ইন্টার শেষ করতে আরো চার বছর লাগবে , অফিসের বসের সাথে কথা বলছি আমার ভাইয়ের জন্য একটা ভালো ভিসা দিবেন এবং একটা কাজের ব্যবস্হা করে দিবেন । কারণ আমার মতো লেবারী করবে চোখের সামনে ভাই আমি তা মেনে নিতে পারবো না । তাই সিদ্ধান্ত নিলাম আগামী বছর গুলি কিছু টাকা বাড়ীতে দিবো কিছু টাকা ভাইয়ের ভিসার জন্য মাসে মাসে জমাবো । ওরে একটা লাইন ঘাট করে দিয়ে আমি একেবারে দেশে চলে যাবো বিদেশ আর ভালো লাগেনা ।
চার বছর পর ছোট ভাই আসলো , অফিসের বস কথা মতো ভালো বেতনে ভালো কাজ দিলো , ১২/১৩ বছর ফ্যামিলির বোঝা টানতে টানতে ক্যাশ ক্যাপিটাল মোটেও নাই । তারপরও সিদ্ধান্ত নিলাম না বিদেশ আর ভাল লাগে না । বাড়ীতে ফোন দিয়ে মা বাবা কে বললাম আমি সিদ্ধান্ত নিছি দেশে চলে আসবো। মা কতক্ষন চুপ থেকে বললো বাবা তোর বোনটা ক্লাস নাইনে পড়ে চারদিক থেকে বিয়ের জন্য আসতেছে, তুই চলে আসলে ওরে কে বিয়ে দিবো ? কোথায় পাবো এত টাকা? সিদ্ধান্ত নিলাম বোনটা অন্তত এস এস সি পাশ করুক তারপর তাকে বিয়ে দিয়ে দেশে চলে যাবো ।দুই বছর পর বোনকে বিয়ে দিয়ে স্বস্তির নি:শ্বাস ফেললাম । এই বুঝি অবসরে যাচ্ছি ।

ভাইকে ডেকে বললাম সিদ্ধান্ত নিয়েছি দেশে চলে যাবো , তাকিয়ে দেখলাম ভাইয়ের আকাশে কালো মেঘ । তার অভিযোগ আপনি চলে গেলে সংসারের হাল ধরবে কে? আমার একার পক্ষে সম্ভব নয় । এদিকে আমি বিষম চিন্তায় পড়ে গেলাম সে তো সংসারের হাল ধরতে রাজী নয় আবার আমি দেশে গেলে আমার দুইটা মেয়ে আর আমার দেখাশুনা করবে কে? পরেরদিন সকাল বেলা তার এক ফ্রেন্ড ফোন করে বলল ভাই আপনার ছোট ভাইয়ের এক মেয়ের সাথে রিলেশন আছে সে তাকে বিয়ে করবে ।যদি আপনাদের সম্মতি না পায় সে নিজ সিদ্ধান্তে বিয়ে শেষ করবে ।
বিষয় টা আমিও অনেকদিন যাবত আঁচ করতে পেরেছি ছোট ভাই আজকে ৫/৬ মাস আমার কাছে কোন টাকা পয়সা দেয়না । দিনে দিনে হতাশা আমার বেড়ে যাচ্ছে ।
হঠাৎ একদিন খবর পেলাম ছোট ভাই তার দুই বেস্ট ফ্রেন্ড কে নিয়ে দেশে যাচ্ছে বিয়ে করতে । দারুন হতাশা আমাকে চেপে ধরলো ।
এমন গভীর কষ্টের কথা কারে বলবো , ডাক্তার নিষেধ করেছে বৃদ্ধা মা কে টেনশন না দিতে কারণ উনার বয়স বেড়েছে অতিরিক্ত টেনশন করলে স্টোক করতে পারেন ।

অবশেষে আমার স্ত্রীকে ফোন দিয়ে বললাম আমার আর ভালো লাগেনা আমি দেশে চলে আসবো । স্ত্রী আমার বলে বড় মেয়েটা ক্লাস ফোরে পড়ে ছোট মেয়ে ক্লাস টু , তুমি চলে আসলে ওদের লেখাপড়া বন্ধ হবে এবং ফ্যামিলি কে দেখবে আমাদের কি হবে?
চিন্তা করলাম আমি দেশে গিয়ে কি করবো কি খাবো মেয়েদের পড়াশুনার খরচ কে দিবে? অনেকটা মান অভিমানে সিদ্ধান্ত নিলাম জীবনের সব সুখ ত্যাগ করলাম চিন্তা করলাম আমি তো প্রবাসী আর প্রবাসী মানে ই তো কলুর বলদ । আর পিতা হিসেবে সন্তান মানুষ করাই আমার দায়িত্ব । রয়ে গেলাম বিদেশে এভাবে ই চলছে আমার জীবন ।

কেটে গেলো জীবন থেকে ৬ টি বছর । মেয়ে আমার ক্লাস টেনে পড়ে, বিয়ের জন্য পাত্র আসে । মেয়ের বাবা বিদেশ তাই পাত্র পক্ষের চাহিদা অনেক বেশি । সিদ্ধান্ত নিলাম এই বছর বিয়ে দিবো । এত টাকা কোথায় পাবো ? ঋণ করবো? অনেক টেনশন রাতে ঘুমাতে পারিনা । হঠাৎ একদিন আমার বিষম জ্বর এলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো করোনা টেস্ট করতে হবে । করোনা টেস্ট হলো করোনা পজিটিভ আমার ।
আমি এখন হাসপাতালের বেডে জীবন মরণের সন্ধিক্ষণে । ক্ষমা করিস মা আমি তোর ব্যর্থ পিতা । তোরে বিয়ে দিবো বলে টাকার জন্য লকডাউন ভেঙ্গে কাজ করে সর্বনাশা করোনার ছোবলে আক্রান্ত হয়েছি । আমি পারিনি তোদের স্বপ্ন পুরণ করতে । আজকে ডাক্তাররা বলতে শুনলাম আমার আর সময় বেশি নাই । হাসপাতালের বেডে অনেক সুখে আছি মা , এখন আর ভোর চারটায় ডিউটিতে যেতে মাথার কাছে alarm clock বাজে না, এখন আর এক গাধা টেনশন নিয়ে রাতের বেলায় ঘুমাতে হয়না । জানি এখন শুধু মহান রবের শেষ এলার্ম বাজবে । আর সেই এলার্মে চিরতরে ঘুমিয়ে যাবার অপেক্ষায় ।

এই হচ্ছে প্রবাসীদের বাস্তব নিয়তি । আল্লাহ আমাদের সহায় হোক আমিন ।
লেখক ইস্রাফিল হাজারী
প্রতিষ্ঠিতা আরডিএফ
উপদেষ্টা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। কুমিল্লা জেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম