1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিয় সম্পাদক, আপনি ছাড়া সকলই আধারে ঢাকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি —মির্জা ফখরুল বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ শরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ গ্রেফতার-১ চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত  গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন ৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে– মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত মাগুরায় জেলা প্রসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্ততি সভা

প্রিয় সম্পাদক, আপনি ছাড়া সকলই আধারে ঢাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১৯৭ বার

সাইদুর রহমান রিমন|
আমার সাংবাদিকতার মহাশিক্ষক, সব সফলতার প্রেরণাদানকারী, অসীম সাহসের যোগানদাতা প্রিয় সম্পাদক নঈম নিজাম করোনায় আক্রান্ত-আমি অনেক চেষ্টা করেও তা বিশ্বাস করতে পারছি না। তার মতো করোনা বিরোধী ফ্রন্ট লাইনের যোদ্ধা প্রস্তুতকারীকে করোনা কেন, পৃথিবীর কোনো ভাইরাস ছুঁতে পারে না। মানুষের আবিস্কৃত তপ্ত শীসা বুলেট, কামানের গোলা, যুক্তরাষ্ট্রের কার্পেট বোমা ভেদ করেও মাথা উচু করেই স্বগৌরবে দাঁড়িয়ে থাকার মানুষ নঈম নিজাম। আমি বারবার চোখ বন্ধ করে তার অসুস্থ মুখায়ব ভাবনায় আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বারবারই কেবল সতেজ, সজিব, সদা ব্যস্ততার হাসি মুখখানাই ভেসে উঠে আমার বন্ধ চোখে। দেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাপনার আওতায় থাকা করোনা শনাক্তকারী মেশিনটি ভুল রিপোর্ট দেয় অহরহ, যিনি মেশিনের দেওয়া রিপোর্টটি কম্পিউটারে নাম যুক্ত করে প্রিন্ট করেন তার অসাবধানতা আর গাফিলতি থাকে পদে পদে। এসব কারণে সম্পাদক মহোদয়ের ভুল রিপোর্ট দেয়া হয়েছে-এ কথাটি আমি শত শত বার বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু সম্পাদক মহোদয়ের ‘করোনা পজেটিভ‘ তা একবারের জন্যও বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না।
একজন নঈম নিজামের অবর্তমানে আমরা যে কত শত আধাদক্ষ যোদ্ধা অভিভাবকশূণ্য হই, কতজন যে জীবন মৃত্যুর ঝুঁকিতে পড়ি- তার সবকিছুই মহান আল্লাহপাক জানেন। সেই মহান সৃষ্টিকর্তা আমাদের কত শত এতিমকে কখনই অভিভাবকশূণ্য করবেন না, আশ্রয়হীন বানাবেন না; একজন মুসলিম হিসেবে তা মনে প্রাণে বিশ্বাস করি আমি। এমনকি তার ন্যূনতম অসুস্থতাও যে মেনে নিতে পারছি না।
সম্পাদক মহোদয়ের প্রশংসা করার যোগ্যতা, দক্ষতা, ভাষাজ্ঞ্যান কোনকিছুই নেই আমার। শুধু বুঝি- তিনি আমাদের প্রাণ। বাবার মতো ভাই হিসেবেই চিনি জানি তাকে। শুধু কর্মক্ষেত্রই নয়, জীবনের প্রতিটি পরতে পরতে তার অবদান বিদ্যমান। সেই মহান মানুষটি কোনো কারণেই আমাদের ছেড়ে দূরে থাকতে পারেন না, পারবেন না। আমরা যাকে একবার স্মরণ করলে তিনি উল্টো আমাদের নিয়ে দশ বার ভাবেন, চেহারাটুকু দেখেই কেমন আছি তা অবিকল বলে দিতে পারেন-তার কী জানা নেই তাকে ছাড়া আমরা কেমন থাকছি? কেমন থাকতে পারি?
আমরা তো প্রতিনিয়ত তার কাছ থেকেই শিখি, জানি- বুঝার মতো বিদ্যাটুকু অর্জনের চেষ্টা করি। রাষ্ট্রের প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে ঢাউশ ঢাউশ সাইজের প্রতিবেদন তৈরি করেও কিভাবে তাদের আক্রোশমূলক মামলার ঝক্কি এড়ানো যায়, কিভাবে এমপি-মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সাবলীলভাবে তুলে ধরেও সাভাবিক থাকতে হয়-সবই তো নঈম নিজাম হাতে কলমে শিখিয়েছেন। তিনি যেন বিশাল সাহসের বৃহত্তম আর্কাইভ। আগে বড় আকারের উপ-সম্পাদকীয় লিখে তবেই নানা অব্যবস্থাপনার বিষয়ে নজর কাড়া সম্ভব হতো। কিন্তু ইদানিং নঈম নিজাম ভাই সাংবাদিকতার ক্ষেত্রে নতুন আরেকটি থিমের জন্ম দিয়েছেন। খুব অল্প কথায় সরাসরি লিখে তা স্ট্যাটাস আকারে ফেসবুক-টুইটারে তুলে ধরা। সামান্য কিছু শব্দের সে লেখাতে সমস্যা-অনিয়ম তুলে ধরার পাশাপাশি তা সমাধানের ব্যাপারেও চমৎকার পরামর্শ দিয়ে থাকেন তিনি। এসব স্ট্যাটাস যে কতটা শক্তিশালী তা শত শত মন্তব্য দেখেই বুঝে নেওয়া যায়। করোনা শনাক্ত হওয়ার পরও সম্পাদক মহোদয়ের একটি স্ট্যাটাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এটুকু পাঠ করেই বুঝে নিন বিদ্যমান অব্যবস্থাপনার বিরুদ্ধে তার আঘাত কতটা শক্তিশালী, কতটা মজবুত ভিত্তির উপর রচিত।
‘এমপি সাহেবের চিকিৎসা তাঁর নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স, মন্ত্রী সাহেবের চিকিৎসা নিজের জেলা সদর হাসপাতাল, সচিব ও আমলাদের জন্য সরকারী কর্মচারী হাসপাতাল বাধ্যতামূলেক করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত সত্যি বদলে যাবে। সাধারন মানুষ চিকিৎসা পাবে। যদি তা করা না যায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতা কোনদিন শেষ হবে না। পাতালে হাসপাতালে পড়ে যেতে হবে।‘
গত ৩০ মে আরেকটি যুগান্তকারী স্ট্যাটাস প্রকাশ হয় নঈম নিজামের ফেসবুক টাইম লাইনে। এতো কঠিন সত্য কথাগুলো অবলীলায় প্রকাশ করার এ প্রক্রিয়া দীর্ঘদিন পাঠকদের আন্দোলিত করবে।
‘সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল হাসপাতালে করোনা ইউনিট থাকবে। বেসরকারি পাঁচ তারকা হাসপাতালগুলো অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়েছে করোনা রোগী ভর্তি করবে না। এখন দেখা যাক কে বেশি শক্তিশালী? বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন সম্পাদক আবার মন্ত্রী। এছাড়া বিভিন্ন হাসপাতালের মালিকানায় মন্ত্রী এমপিরা। গতকালও ইউনাইটেড, এভার কেয়ারসহ (অ্যাপেলো) এই হাসপাতালগুলো রোগী ভর্তি করেনি। আইন শুধু নিরিহ মানুষের জন্য? আজ ওরা আইন না মানলে, সরকার চুপ থাকলে, কাল নিরীহ মানুষও সরকারের দরকার নিয়ে প্রশ্ন তুলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম