শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের উদ্যোগে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।সোমবার বিকালে গহিরা বক্স আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অংশ নেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, ওয়ার্ড যুবলীগ সভাপতি কাজী ফরহাদ, সাধারণ সম্পাদক শিফুল চৌধুরী, ছাত্র নেতা তানভীর নিরব, কামরুল ইসলাম, কায়সার হামিদ, মাওলানা ইলিয়াস আল কাদেরী।দোয়া মাহফিলে বক্স আলী চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কুতুব উদ্দিন আল কাদেরী তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর আরোগ্য কামনা করে মোনাজাত করেন।