নইন আবু নাঈম,বাগেরহাটঃ
বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ-২০২০ এর অংশ হিসাবে, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর নির্দেশনায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ ও বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের যৌথ সহযোগিতায় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান আহমেদ মনি, সাধারন সম্পাদক মুকুল মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক আকতার বিল্লাহ, প্রচার সম্পাদক বিধান চন্দ্র পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আছাদ হাওলাদার, শেখ মোজাম, রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য আজ একযোগে বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেককলীগের নির্দেশনায় বাগেরহাটের ১০ টি ইউনিয়নে ৪ শতাধিক গাছ রোপন করা হয়েছে।