মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে ২৫ জন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৫০ থেকে ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৯ জুন) বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান গণমাধ্যমে বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৮১ জন। তা থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরইমধ্যে।