নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৪-৯৫ অর্থবছরে সরকারী উদ্যোগে স্থানীয় এলাকা বাসীর প্রচেষ্টায় বিদ্যালয়টি বেসরকারী ভাবে স্থাপিত হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারী ঘোষণা করা হয়। এরপর বিদ্যালয়টি পূর্ণ নির্মাণ করার কথা থাকেলও আজও পায়নি কোন উন্নয়নের ছোঁয়া । শিক্ষা কমিটি বরাবর আবেদন করা হলে তাঁরা সরজমিনে এসে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেন । এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ শাহীন আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, গত কয়েক বছর বিদ্যালয়টির পাঠদান ভালভাবে চললেও এখন আর সেই অবস্থা নাই। বিদ্যালয়টি যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের প্রানহানী গটতে পারে | এ ভয়ে স্থানীয় অবিভাবকগন তাঁদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় না । গত ২৬ জুলাই ২০১৬ ভিবিন্ন অনলাইন মিডিয়ায় তথ্য গুলো তুলে ধরে একটি নিউজ প্রকাশ করি নিউজটি সংশ্লিষ্টের দৃষ্টি গোচর হয় এর কিছুদিন পরেই বিদ্যালয়টি পুনঃ নির্মাণের জন্য বরাদ্ধ হয় । সেই ধারা বাহিকতায় কাজটি সম্পূর্ণ হয় গত মাসে । প্রাধান শিক্ষিকা শাহীন আক্তার বলেন আমার বিদ্যালয়টি দূরত পুনঃ নির্মাণ হওয়ায় আমি মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম লোটস কামালের কাছে চির কৃতজ্ঞ । স্থানীয় কিছু অভিবাবকের সাথে কথা বলে তাঁরা জানান মাননীয় অর্থ মন্ত্রীর এই বরাদ্ধের কারণে আমরা স্কুলটি ফিরে পেয়েছি আমাদের শিশুরা আলোর মুখ দেখবে আমরা মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম লোটস কামাল কে ধন্যবাদ জানাচ্ছি , বিদ্যালয়ের দাতা সদস্য হুমায়ূন কবিরের সাথে কথা বললে তিনি জানান অর্থ মন্ত্রীর এই দ্বিতল বিশিষ্ট ভবন উপহার দেওয়ায় অত্যান্ত আনন্দিত। তিনি আধুনিক শিক্ষার রূপকার আমাদের সন্তানরা আমাদের সন্তানরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এর ছেয়ে আনন্দের আর কি হতে পারে।