পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দুই সন্তানের জননী এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে । গত ২৭ মে ও ১ জুন রাতে ঘরে প্রবেশ করে দুই যুবক প্রতিবন্ধী স্বামী ও দুই শিশু সন্তানকে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে জানা যায়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ছালাম গাজী (৪৫) এবং সাইফুদ্দিন কাজী (৩৫)’র নামে মামলা হয়েছে। মামলা নং-১৬ (৭) ২০। মামলা সূত্রে জানায়, নির্যাতিতা গৃহবধুর স্বামী প্রতিবন্ধী। এই সুযোগে একই গ্রামের মৃত আক্তার গাজীর পুত্র দাউদখালী নূরজাহান ম্যামোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ছালাম গাজী এবং মান্নান কাজীর পুত্র দাউদখালী (ডিগ্রী) ফাজিল মাদরাসার নাইটগার্ড সাইফুদ্দিন ওই গৃহবধুকে দীর্ঘদিন যাবৎ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধু অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় দুই লম্পট গত ২৭ মে কৌশলে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী স্বামী ও দুই শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে পাশের বারান্দায় নিয়ে ছালাম গাজী মুখ চেপে ধরে ধর্ষণকরে। এসময় আন্য আসামী সাইফ্ুিদ্দন ঘটনাস্থলের পাশে দাড়িয়ে পাহাড়া দেয়। এক পর্যায়ে গৃহবধু জোর জবরদস্তি করিয়া মুখ থেকে হাত ছাড়াইয়া ডাকচিৎকার দিলে বাড়ির অন্য লোকজন আসলে দুই লম্পট পালিয়ে যায়। পরবর্তীতে ১ জুন উক্ত লম্পটা আবরো কৌশলে ঘরে প্রবেশকরে ওই গৃহ বধূর মুখ চেপেধরে বারন্দায় নিয়ে ধর্ষণ করে। দস্তা দস্তির একপর্যায়ে ঘরের লোকজন ঘুম থেকে জেগে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে লম্পট ছালাম গাজী ও সাইফুদ্দিন কাজীকে দেখতে পেলে তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যা। গত ৭ জুন ওই নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে মাঠবাড়িয়া থানায় লম্পটদের বিচার চেয়ে এজাহার দায়ের করেন। এদিকে ঘটনা জানাজানির পরে দাউদখালী নূরজাহান ম্যামোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নির্যাতিতা গৃহবধূ বলেন, ছালাম গাজী ও সাইফুদ্দিন কাজী আমা ঘরে ঢুকে আমার দুই শিশু সন্তান এবং আমার প্রতিবন্ধি স্বামীকে জিম্মি করে ছালাম আমাকে দুই বার ধর্ষণ করে। তাদের পা ধরে ইজ্জত ভিক্ষা চাইলে তারা সন্তানদের এবং স্বামীকে হত্যার ভয় দেখায়। তারা চেয়ারম্যানের খুব কাছের লোক হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এ বিষয় জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আ.জ. মো. মাসুদুজ্জামান সেল ফোনে বলেন, ‘এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। বিস্তারিত জানর জন্য মামলার তদন্ত কর্মকর্তা এস আই সজল ইসলামের সাথে কথা বলতে বলেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সজল ইসলামের কাছে জানার জন্য তার সেল ফোনে কল দিলে সেটা বন্ধ পাওয়া যায়।