আবিদ হোসেন রাজু, মনপুরা উপজেলা প্রতিনিধি :
মনপুরায় কোস্ট ট্রস্ট এর বাস্তবায়নে ৩০০ আম্পান ক্ষতিগ্রস্থদের মাঝে ৩০০০ টাকা অর্থ প্রদান ও করোনা মোকাবেলা সামগ্রী বিতরন হয়েছে।
রেপিড রিসপন্স অব সাইক্লোন আম্পান, বরিশাল ডিভিশন প্রজেক্টর আওতায়।
সহযোগিতায়, স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউ কে এইড।
লিড অরগানাইজেশন জাগোনারী।
কার্যক্রমটি বাস্তবায়ন করে কোস্ট ট্রাস্ট।
মনপুরায় তিনটি ইউনিয়ন, ১ নং মনপুরা ইউনিয়ন, হাজির হাট ইউনিয়ন, ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে মোট নগদ ৯ লাখ টাকা প্রদান করে। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীরা যা পেয়েছে , নগদ টাকা ৩০০০ হাজার,বালতি টেপ ঢাকনা সহ ১ টি, মগ ১ টি, সাবান ১৩ পিছ, হুইল পাউডার ২ টি, মাস্ক ১ প্যাকেট ৫০ পিছ, পীয়ডকালীন ব্যবহিত কাপড় ৮ পিছ ও এসব বুঝে শুনে ব্যবহার করার জন্য একটি নিয়বাবলী লেখা লিফলেট।
জানা গেছে ভোলা ৪টি উপজেলা ভোলা সদর, লালমোহন, চরফ্যাশন ও মনপুরাতে মোট ১০০০ পরিবারকে সহায়তা করবে তারা। ।
মনপুরার অসহায় পরিবার গুলো কিছুটা সহযোগিতা পেয়ে সাবলম্বি হবে এমনটাই চাই কোস্ট ট্রাস্ট।
সহায়তা পাওয়া পরিবারের থেকে জানা যায় তারা কোস্ট কে ধন্যবাদ জানায় এমন সময় তাদের পাশে দাড়ানোর জন্য।