♦
© উত্তম অরণ
♦
মন মন্দিরে আসন পাতে
সে কোন মহাজন
পরকে খুঁজি আপন মনে
নিজ মন রইলো অগোচর
ঈমান ঈমান ঈমান ব’লে
যতই করো ঈমানদারী
নিজে পথ নিজেই খুঁজো
কেউ হবে না পথচারী!
আমি অভাগা ঘড়ি কিনি
সময়ের সময় বুঝি না
ঘন্টার কাঁটা মিনিট কাঁটা
সেকেন্ড কাঁটায় ধরে না
মন লেবাসে সূর্য উঠে
ভোর সয়নে ঘন্টা বাঁজে
ঈশ্বর আল্লা ভগবান খুঁজে
ঘড়ির কাঁটায় সাহেবানা!
এমনি করে মন ঘড়ি
সময় জানান দিলো না
জীবন মাঝি ফুরালো কখন
টের পাইলো না মন বিধাতা
তাই আমি মানুষ ভোজি
মানুষ খুঁজে হই দেওয়ানা
মন মন্দিরে ঈশ্বর আল্লাহ
মনের ঘরই দেই পাহারা।
@১০ জুন, ২০২০ খ্রীঃ