মোঃ সাইফুল্লাহ; মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে আজ রবিবার নতুন করে ১ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৫ জনে দাড়ালো। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: আরিফুর রহমান জানান, আজ রবিবার গত ২৪ ঘন্টায় নতুন করে ১ কাস্টমস অফিসারের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি মাগুরা সদরের পুলিশ লাইন পাড়া এলাকায়। এ নিয়ে মাগুরা সদরে আক্রান্তের সংখা হলো ১৮ জন। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৫জন। তাদের মধ্যে মাগুরা সদরে ১৮, শ্রীপুরে ৭, শালিখায় ৫ ও মহম্মদপুরে ৫জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন। আক্রান্ত মাগুরা এসপি অফিসে চাকুরীরত পুলিশ সদস্য সুফিয়ানকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ১৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা নিজ নিজ বাড়ীতে সুস্থ্য আছেন বলে জানা গেছে।