মোঃসাইফুল্লাহ; মাগুরা সদরে ও শ্রীপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হোম আইসোলেশনে থাকা ব্যক্তিবর্গের মাঝে মাগুরা পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান (পিপিএম) এর পক্ষ থেকে মৌসুমি ফলসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মাগুরার সদরে ও শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় মাগুরা জেলা পুলিশে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের এই ক্রান্তিকালে মাগুরা জেলা পুলিশ আবারো প্রমাণ করলো,”পুলিশ জনগনের বন্ধু।”
এ বিষয়ে ১৫ জুন বিকেলে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, মাগুরার পুলিশ সুপার স্যারের উদ্যোগে শ্রীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে, সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্তদের একটা সার্টিফিকেট ও প্রদান করা হয়েছে। স্যারের এই মহতী উদ্যোগকে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানাই অসংখ্যা সাধুবাদ ও মোবারকবাদ, সেই সাথে আমরা আশা করছি পুুুলিশের এই সহযোগিতা অব্যাহত থাকবে।