1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দূর্নীতির দায়ে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

মাগুরায় দূর্নীতির দায়ে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৫৫ বার

মোঃ সাইফুল্লাহ; মাগুরা সদরের শত্রুজিৎপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে কলেজ গভর্নিং বডি ।
জানা গেছে , গত ২০১৮ সালের মে মাসে কলেজ কেন্দ্রিক নানা অনিয়মের ও দূর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করে এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে তার এমপিও সাময়িক স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন উক্ত কলেজ পরিচালনা পর্ষদ।
অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম চলতি বছরের গত ১৫ই ফেব্রুয়ারি সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরে অত্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পর ৩ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও মাহাবুবুল ইসলাম অত্র কলেজের প্রয়োজনীয় কাগজপত্র সহ আসবাবপত্রের কোনো হিসাব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ আনেন কলেজ কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার বিশ্বাস অভিযোগ করে বলেন, ৩ মাসেও বেশি সময় ধরে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু আজো তাকে কলেজের রেজুলেশন খাতা, কলেজের প্রয়োজনীয় কাগজপত্র এবং কলেজের বিভিন্ন কক্ষের চাবি অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম তাকে বুঝিয়ে দিচ্ছেন না। তিনি আরো বলেন, কলেজের অফিসিয়াল কাগজপত্র তার দায়িত্বে না থাকার কারণে অফিসিয়াল অনেক কার্যক্রম ব্যহত হচ্ছে। সামনে এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের ব্যপারে অফিসিয়াল বিভিন্ন সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। কম্পিউটার ল্যাব কক্ষ চালু করা যাচ্ছে না। এছাড়া কলেজের যাবতীয় হিসাব নিকাশের সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।
এসব কারণে প্রয়োজনীয় সকল কাগজপত্র ও আসবাবপত্র বুঝে না দেওয়ার অভিযোগ এনে কলেজ কর্তৃপক্ষ আবেদন করে আইনি পদক্ষেপ নেন। এমতবস্থায় সার্চ ওয়ারেন্ট জারি করার মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের পরিদর্শক ইন্সপেক্টর বিশারুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.সনজিৎ কুমার বিশ্বাস সহ সদস্যরা এবং স্থানীয় অভিবাবকদের সম্মুখে কলেজের প্রয়োজনীয় মালামাল ও কাগজপত্র কলেজ কর্তৃপক্ষকে বুঝে দেন। এছাড়া যেসকল কাগজপত্র পাওয়া যায়নি সেগুলোর ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কলেজ কর্তৃপক্ষ।
উক্ত বিষয়ে জানতে চাইলে এসব ব্যাপারে কথা বলতে রাজি হননি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস। এদিকে সার্চ ওয়ারেন্টের সময় কলেজে দেখা যায়নি বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাহাবুবুল ইসলামকে।
এসব বিষয়ে ইন্সপেক্টর বিশারুল ইসলাম বলেন, আমরা সার্চ ওয়ারেন্ট পেয়ে কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে কাগজপত্র ও আসবাবপত্র তল্লাশি করি। তবে কলেজ কর্তৃপক্ষের ভাষ্য মতে তারা এখনো অনেক প্রয়োজনীয় কাগজপত্র পাইনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম