মোঃ সাইফুল্লাহ; মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও ঝিনাইদহ শৈলকুপার ধলহরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের মধ্যকার বিরাজমান লাঙ্গলবাঁধ বাজার কেন্দ্রিক সমস্যা সমাধানে গতকাল সকালে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।
এ সময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা জানান, বিশেষ সভার মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের ২ ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তিতে মিমাংসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, বিশেষ সভার মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের পথ অনেকটা সুগম হয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। পরবর্তিতে দুই উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা বিষয়টা নিষ্পত্তি করবেন বলে আমরা আশা করছি । মহামারি করোনার ভয়াল গ্রাসে বাংলাদেশসহ সারা পৃৃথিবী যখন স্তমবিত, সেই মুুুহূর্তে মাগুরা- ঝিনেদা জেলার বিরাজ সংকট অতিদ্রুত নিরসন হউক এমন প্রত্যাশায় সবার।