সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : মাধবদী পৌরসভাকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ জুন) মাধবদী পৌরসভা হলরুমে ঝুঁকিপূর্ণ ঘোষণাকালীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।
সভায় আগামী বৃহস্পতিবার মধ্যরাত থেকে পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের আংশিক এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম), জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম, টোটন উপজেলা চেয়ারম্যান অাসফর আলী ভূইয়া, মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মোশারফ হোসেন মানিক প্রমুখ।