মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥ বর্তমানে করোনা পরিস্থিতির মাঝেও প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রম চলমান রয়েছে। তার অংশ হিসেবে মীরসরাইয়ে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যেগে এন এ টি পি ফেজ-২ প্রকল্পের আওতায় ১৬টি ইউনিয়নের ১৬জন গরু হ্রষ্টপুষ্ট খামারীর মাঝে গোখাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ জুন) সকাল ১১টায় এন এ টি পি ফেজ-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে খাদ্য ও উপকরণগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৬ জন গরু হ্রষ্টপুষ্ট খামারীকে দেয়া উপকরন গুলোর মধ্যে রয়েছে ৫ বস্তা গরুর খাদ্য, ২টি করে চিটাগুড়, ১টি মেঞ্জার, ২ কেজি ভিটামিন, প্রয়োজনীয় কৃমিনাশক ঔষুধ, ১টি সাইনবোর্ড ও ব্রিফিং ভাতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার ডা. মোহাম্মদ মিনহাজুল করিম, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ফরিদুল ইসলাম সহ প্রমুখ।
মীরসরাই প্রাণী সম্পদ অফিসসুত্রে জানা যায়, বর্তমানে ডিম, দুধ ও মাংসে স্বয়ং সম্পুন্নতা অর্জন করেছে, দেশের মোট আমিষের শতকরা ৬০ ভাগ যোগান দেয় প্রাণিজ আমিষ, যা বাস্তবায়নে প্রাণিসম্পদ বিভাগ অগ্রণীভুমিকা পালন করে আসছে। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রমকে জরুরী সেবা হিসাবে ঘোষনা করা সময়ের দাবী বলে মনে করেন প্রাণিসম্পদ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জানান, গাভী পালন ও গরু হৃষ্টপুষ্ট করণে খামারীদেও উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খামারীদের সহযোগীতা দিচ্ছে। এর অংশ হিসেবে এন এ টি পি ফেজ-২ প্রকল্পের আওতায় গোখাদ্য সহ এই উপকরণ বিতরণ করা হয়।