1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়র কামরান বড় হয়েও যিনি আমাকে বড় ভাই ডাকতেন : মুকতাবিস উন নুর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সন্মেলন মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম সরকারের কাছে ৫ টি দাবী পেশ জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ কর্ণফুলীর যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন গ্রেফতার গুইমারায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অনুষ্ঠিত আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের মেষতলায় বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী

মেয়র কামরান বড় হয়েও যিনি আমাকে বড় ভাই ডাকতেন : মুকতাবিস উন নুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৭৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেটের মানুষের কাছে সবসময় হাসিমুখে কথা বলা নেতা হিসেবে সাবেক মেয়র কামরানের জুড়ি মেলা ভার। তাঁর চমৎকার ব্যবহারের কারণে তিনি ছিলেন সবার কাছে জনপ্রিয়। বিপরীত মতের মানুষেরাও তাঁর ব্যবহারের কারণে তাঁকে সামনাসামনি কিছু বলতে পারতেন না। বদর উদ্দিন কামরানকে ফোন-কল করলে পরিচিত-অপরিচিত সবার ফোন ধরতেন, ব্যস্ত থাকলে একে একে সবাইকে কল ব্যাক করতেন। এমন মানুষ সিলেটে দ্বিতীয় কেউ আছেন কীনা আমার জানা নেই।
গতরাত ৩টা ৫০ মিনিটে তাঁর মৃত্যুর খবর পাই। রাত দেড়টা পর্যন্ত পত্রিকার কাজে ছিলাম। এরপর একটু ঘুমাতে গেলাম। ৪ টায় পত্রিকায় তাঁর মৃত্যু সংবাদ ধরানোর পর আর ঘুমাতে পারিনি। চোখে ভাসতে থাকে তাঁর অজস্র স্মৃতি। বার বার অশ্রুসিক্ত চোখ ঝাপসা হতে থাকে।
তিনি শেষ কথা বলেছিলেন করোনা আক্রান্তের খবর পাওয়ার পর। বলেছিলেন, বড় ভাই আমার ও আসমার জন্য দুআ করবেন। তাঁর নিয়মিত খবর রাখার চেষ্টা করতাম। গতকাল বিকেলে তাঁর পুত্র শিপলুকে কল করলে বলল, চাচা আব্বার অবস্হা কিছুটা ভাল, দুআ করবেন। একটি জরুরি ওষুধ খুঁজছি। এরপর ভোররাতেই চলে এল কামরান সাহেবের অনন্তযাত্রার খবর।
সিলেটের আওয়ামী লীগের শেষ সিনিয়র নেতা কামরান, যার সঙ্গে আমার ছিল হৃদ্যতা ও অন্তরঙ্গতা। কেন জানি তিনি আমাকে আপন ভাবতেন, ব্যক্তিগত সমস্যা পর্যন্ত শেয়ার করতেন। তাঁর বাসায় ড্রয়িং রুমের বদলে বেডরুমে আমার ডাক পড়ত, এমনকি শুয়ে থাকলেও ভাবি বলতেন, ভাই রুমে চলে যান, আপনাকে দেখলে উঠে পড়বে।
কামরান সাহেবের আমার পরিচয় ১৯৮৫ সালে। সিলেট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আ. ফ. ম. কামালের সাথে একটি প্রোগ্রামে ছড়ারপার গিয়েছিলাম, কামরান তখন ওই এলাকার কাউন্সিলর। কামাল সাহেব আমার সাথে তাঁর পরিচয় করিয়ে দিলে অত্যন্ত বিনয়ের সাথে আমার সাথে বুক মিলিয়ে বললেন, বড় ভাই আমার দিকে খেয়াল রাখবেন। আমি তখন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক সিলেট কন্ঠ পত্রিকার সম্পাদক।
পরবর্তীকালে তাঁর সঙ্গে সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে। একপর্যায়ে জানতে পারি তিনি এমসি কলেজের ছাত্র ছিলেন, আমিও ওই কলেজে পড়াশোনা করেছি। তিনি আমার বেশ সিনিয়র। একদিন কথা তুলে আমি বললাম, আপনি সিনিয়র, এখন থেকে আপনিই বড় ভাই। তিনি হেসে বললেন, একবার যখন বড় ভাই ডেকেছি তখন আপনিই বড় ভাই, আর আসমা আপনাকে আপন বড় ভাইয়ের মতো দেখে, সেই হিসাবেও আপনি বড় ভাই। অতএব আমি বড় ভাইই রয়ে গেলাম। আসলে বড় মনের মানুষেরাই অমন বিনয়ী হতে পারে।
তাঁর মা-ও আমাকে স্নেহ করতেন। ছেলে শিপলু এখন ডাক্তার, রাগীব রাবেয়া মেডিকেলের উপপরিচালক, কিন্তু বাবার বিনয়ের ধারা তাঁর মধ্যেও পরিস্ফুট। এখনো তাঁর সাথে দেখা হলে সেই শৈশবের মতো বিনয়ের সাথে কথা বলে।
মরহুম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ সাহেব আমাকে খুব স্নেহ করতেন। সিলেটে তাঁর বলয়ের তিন নেতা আ. ন. ম. শফিক, ইফতেখার হোসেন শামীম, বদর উদ্দিন আহমদ কামরান। তিনজনের সাথে আমার সম্পর্ক নেতার প্রিয়পাত্র হিসাবে আরও গভীর হয়। এদের সকলের সঙ্গে আমৃত্যু আমার গাঢ় সম্পর্ক ছিল। তবে কামরান সাহেবের সঙ্গে আমার বন্ধন অনেকটা পারিবারিক সম্পর্কে রূপ নেয়।
আমার প্রিয় সহকর্মী সাংবাদিক ( বর্তমানে লন্ডন প্রবাসী) অজয় পাল একদিন আমাকে বললেন, কামরান এখন মেয়র, কিন্তু একটি হোটেলে আড্ডায় যায়, আমি নিষেধ করলেও শুনেনি। আপনাকে মানে। আপনি বললে শুনতে পারে। আমি তাঁকে একান্তে বললাম, এখন মেয়র হয়েছেন, যে-কোনো আড্ডায় যাওয়া মেয়র পদের জন্য শোভনীয় নয়। আমার কথা শুনে বললেন, বুঝেছি কে আপনাকে বলেছে। আপনাকে বড় ভাই মেনেছি যখন আর যাব না। পরে অজয়দা আমাকে বললেন, নূর ভাই কাজ হয়ে গেছে। আমার মতো নগণ্য একজন মানুষকে একজন জনপ্রিয় মেয়রের এভাবে মর্যাদা দিয়ে নিজেই মর্যাদাবান হয়েছেন।
রাজনৈতিক গ্যাঁড়াকলে পড়ে সুশীল-সামাজিক অনেক নেতাকে অনেক সময় অসামাজিক হতে হয়। বাসায় গেলে তিনি এ জাতীয় কষ্টের কথা বলতেন। রাজনীতি অনেক সময় প্রিয় মানুষদের থেকে দূরে রাখতে বাধ্য করে। ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করলেও সেক্ষেত্রে প্রতিপক্ষ ঘায়েল করার চেষ্টা করে। এ দুঃখবোধ তাঁর আমৃত্যু ছিলো। অন্তত মৃত্যু তাঁকে এ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে।
কামরানের স্মৃতিচারণ করতে গেলে আরব্য উপন্যাস হয়ে যাবে। দোষে-গুণে মানুষ, তাঁর নেতিবাচক দিক থাকা স্বাভাবিক। কিন্তু তাঁর ইতিবাচক দিকগুলো যদি আমাদের স্হানীয় নেতারা ধারণ করতে পারেন, তাহলেও সামাজিক শান্তির পথ সুগম হবে। হাদিস শরিফে আছে , মানুষের সাথে হাসিমুখে কথা বলাও সাদকা। সেই হাসিমুখে কথা বলার মানুষ ছিলেন কামরান। তাঁর হাসিমুখ স্মরণ করে সিলেটের মানুষ আজ কাঁদছে। অথচ সাম্প্রতিক সময়েও আরো অনেক বড় নেতার মৃত্যুর পর কান্না জুটা দূরের কথা, বহু মানুষের চরম নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে। এদিক থেকে কামরান অবশ্যই ভাগ্যবান।
আল্লাহপাক তাঁর এই বান্দার ভুল ভ্রান্তি ক্ষমা করুন, জান্নাত নসিব করে পরকালেও তাঁকে হাসিমুখে রাখুন।

লেখকঃ সম্পাদক দৈনিক জালালাবাদ ও সাবেক সভাপতি সিলেট প্রেসক্লাব এবং সিনিয়র সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম