এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আইকন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। দেশে করোনা সংক্রমণের শুরুর থেকেই খেলোয়াড়, কর্মকর্তা ও নিজ এলাকার সাধারণ মানুষের জন্য নিজে মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। এসময় তার সঙ্গে সরকারী দায়িত্ব পালনে নিয়োজিত গানম্যান (পুলিশের বিশেষ শাখার এএসআই) রেজাউল করীম কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, দেশে কোভিড ১৯ সংক্রমনের শুরু থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরনসহ কোভিড ১৯ পরিস্হিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে ও অংশগ্রহন করেছেন। মন্ত্রী মহোদয়ের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। এটি অত্যন্ত দুঃখজনক তিনি আজ করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তার অবস্থা ভালো ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।