শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি
রাউজানে হিন্দু সম্প্রদায়ের কোন লোক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে, তাদের দাহ সৎকারের জন্য ৫০ সদস্যের একটি ইউনিয়ন ভিক্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। এই স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের যাবতীয় সুরক্ষা সরঞ্জাম সামগ্রী দিলেন ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে সেন্টাল বয়েজ অব রাউজান নামে একটি সংগঠ। ১৫ জুন সোমবার সকালে রাউজান রাস বিহাহী ধাম প্রাঙ্গনে এসব সরঞ্জাম গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যের মধ্যে বিতরন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর রাউজান রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক সুমন দে, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, পূজা পরিষদ নেতা ডাঃ সুজিত দত্ত, রুনু ভট্টাচার্য, পৌর পূজা কমিটির সভাপতি সাজু পালিত, সাধারণ সম্পাদক বিল্পব মহাজন, উজ্জ্বল কান্তি দাশ, ইউপি সদস্য মিঠু শীল, দিলিপ দে, রুবেল দাশ গুপ্ত, অনিক দাশ গুপ্ত প্রমুখ।