শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌর ৮নং ওয়ার্ড হাজী পাড়ায় করোনার উপস্বর্গ নিয়ে মৃত্যুবরণকারী রহিমা বেগমের বাড়ীর ও ৮নং কদলপুরে ইউনিয়নে করোনায় আক্রান্ত ইউপি সদস্য আবদুর করিমের বাড়ীসহ দু’টি বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রাশাসন। ১৬ জুন মঙ্গলবার দুপুরে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়ায় মরহুমা রহিমা বেগমের পরিবারের সদস্যদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এই খাদ্যসামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী ও রাউজানের সাংসদের পক্ষ থেকে দেয়া হয়।
একই ভাবে কদলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল করিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা করোনা আক্রান্ত হলে, তার বাড়ি লকডাউন করেন নির্বাহী কর্মকর্তা।এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রতিনিধি মেজর ইমতিয়াজ উদ্দিন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র সাংসদের প্রতিনিধি যুবলীগ নেতা জমির উদ্দিন পারভেজ প্রমুখ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে করোনায় আক্রান্ত হয়েছেন ১শত জন। করোনায় আক্রান্ত ব্যক্তিরা আইসেলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রাউজানের বাসিন্দা চট্টগ্রাম নগরী ও দেশের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা যায় ।চট্টগ্রাম নগর ও দেশের বিভিন্ন এলাকায় থাকাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ জনের লাশ রাউজানে তাদের বাড়ীতে এনে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।