শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার আলীখীল,নন্দী পাড়া,ফকির হাট এলাকায় লকডাউনে থাকা কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।১৪জুন রোববার তিনি এই খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন করোনায় আক্রান্ত পরিবার সমূহে।প্রতি পরিবারে এক বস্তা করে চাউল, ভিটামিন-সি জাতীয় বিভিন্ন ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রসহ পুরো এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেন। জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানে যারা করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের পরিবার সমূহের খবরাখবর নিচ্ছেন এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।লকডাউনে থাকা প্রতি পরিবারে কাছে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র পাঠাতে নির্দেশনায় দিয়েছেন তিনি।এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি,আওয়ামীলীগ নেতা মৃদুল দাশ, হুমায়ুন কবির কাঞ্চন, যুবলীগ নেতা আলমগীর আলী, মিজানুর রহমান, বখতিয়ার উদ্দিন,ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহামুদ,নাছির উদ্দিন প্রমুখ।