শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার ৩নাম্বার ওয়ার্ডে লকডাউনে থাকা ১০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। ৯ জুন বিকালে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। জানা যায়, ৬জুন কামাল উদ্দিন নামের এক প্রবাসী কুয়েত থেকে বিশেষ বিমানে করে দেশে আসলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি তাকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে। তখন তার পরিবারকে সাংসদ ফজলে করিম চৌধুরী ১৪দিনের খাদ্য সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই ব্যক্তির পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, যুবলীগ নেতা জিকু দত্ত, শিপুল চৌধুরী, মোহাম্মদ বকতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদুয়ান, সুভাষ দাশ, মোঃ ওয়াসিম।