মঈন উদ্দীন: বেসকাররি টেলিভিশন চ্যানেল এসএটিভির রাজশাহীর ক্যামেরাপার্সন আবু সাঈদের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তার বাড়ি কাটাখালি থানার কিসমত কুখণ্ডি গ্রামে। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। রাজশাহীতে সাংবাদিকদের মধ্যে সাঈদ প্রথম করোনা সংক্রমিত হলেন।
আবু সাঈদ জানান, বর্তমানে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। হঠাৎ করেই অস্বস্তিবোধ করলে সোমবার বেলা ১১টায় তার নমুনা টেস্ট করা হয়। এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেয়া হয়। সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।তবে শনিবার পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি।