মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগে করোনা ল্যাবে একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। আক্রান্তের নাম আসাদুজ্জামান (৩২)। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। রোববার তার নমুনায় করোনা ধরা পড়ে বলে জানান রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে পুঠিয়া উপজেলার ৩২ বছরের এক যুবকের নমুনায় করোনা ধরা পড়ে। বাকিগুলো নেগেটিভ এসেছে। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জন।
জানা গেছে, করোনায় আক্রান্ত আসাদুজ্জামান পেশায় আইনজীবী। তিনি ঢাকার গাজীপুরে থাকতেন। করোনা পরিস্থিতির মধ্যে তিনি গাজীপুর থেকে পুঠিয়ায় নিজ বাড়িতে এসে অবস্থান করছিলেন।