মঈন উদ্দীন: রাজশাহীতে মাঠে ধান কাটার গিয়ে বজ্রপাতে রীপন কুমার (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার দাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রীপন কুমার রাজশাহীর পবা উপজেলার দাতপুর গ্রামের মৃত মনোরঞ্জনের ছেলে।
রামেক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে রীপন কুমার মাঠে ধান কাট ছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে গুরতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।