নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সদালাপী চিকিৎসক ডাক্তার হায়াতুজ্জামান গাজী (হায়াত আলী) (৭০) মঙ্গলবার ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন )।
গত ১৩ জুন ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লাবিন কম সমস্যা জনিত কারনে অসুস্থ্য হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৩স্ত্রী, ১ ছেলে, ৮কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ইউপি সদস্য জালাল আহমেদ রুমী, রায়েন্দা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বিকালে সাতক্ষিরা জেলার কালীগঞ্জ উপজেলার হারদ্দা গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।