কক্সবাজার প্রতিনিধি:
সম্প্রতি গনজমায়েত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে।
গত সোমবার ৮ জুন এদের মৃত্যু হয়। মারা যাওয়া ২ জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৮ বছর। সে ক্যাম্প-১০ এর বাসিন্দা।
অপরজনের বয়স ৭০ বছর। সে ক্যাম্প-৭ এর বাসিন্দা। মারা যাওয়া এ ২জন সহ মোট ৩ জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।
বিষয়টি অতিরিক্ত আরআরআরসি ও একই অফিসের মুখপাত্র (উপসচিব) সামছু দ্দৌজা জানিয়েছেন।
তিনি আরো জানান, মারা যাওয়া একজনের টেস্ট রিপোর্ট আগে থেকেই পজেটিভ ছিলো। অপরজন মারা যাওয়ার পর গত ৮ জুন রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন।