এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার নতুন করে আরো সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে দ্বিতীয় দফা ২৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এতে ওই সাতজনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একইদিন বিকেলে ১০ জনের রিপোর্টও সাতজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই নিয়ে লাকসামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে গতকাল বুধবার (৩ জুন) করোনা আক্রান্ত ১৩ জন সুস্থ হয়েছেন। ওইদিন ১২ জন করোনা জয়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ছাড়পত্র প্রদান করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ওই সময় তাঁরা করোনা জয়ীদের সুস্থ-সফল ও দীর্ঘ জীবন কামনা করেন।