1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ক্যাম্পাসের গাছ বিক্রির টাকায় ঈদের খরচ করলেন কর্মকর্তা-কর্মচারীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি বাঞ্ছারামপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত! শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নকলায় যুবলীগ নেতা নূর হোসেন গ্রেফতার হারুনুর রশিদ শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন সালাউদ্দিন চৌধুরী সাথে গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের সদ্য অনুমোদিত কমিটি সৌজন্য সাক্ষাৎ অশ্বদিয়া স্পোর্টিং ক্লাবের শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ক্যাম্পাসের গাছ বিক্রির টাকায় ঈদের খরচ করলেন কর্মকর্তা-কর্মচারীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৮৮ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টা, লালমনিরহাট থেকে:
পবিত্র ঈদ উল ফিতরের হাত খরচের টাকা জোগার করতে লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ক্যাম্পাসের সরকারি ৮/১০টি ৩৫/৪০বছরের পুরনো মেহগনি গাছ গোপনে কেটে বিক্রি করেছে কর্মকর্তা-কর্মচারি ও ঠিকাদার।

আজ মঙ্গলবার বিষয়টি ফাঁস হয়ে গেলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সেই সাথে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকারি অফিস বন্ধ ছিল। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতর চলে আসে। পবিত্র ঈদ উল ফিতরের প্রতিবছর অফিস খোলা থাকলে ঠিকাদারগণ বিল নিয়ে এসে বকশিস দেয়। এ বছর তা পায়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ। তাই জনৈক ঠিকাদারের সাথে আঁতাত করে লালমনিরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাম্পাসে থাকা ৩৫/৪০ বছরের পুরনো ৮/১০টি মেহগনি গাছ প্রায় দেড় লক্ষ টাকায় বিক্রি করে ভাগবাটোয়ারা করে নিয়েছে।

আরও জানা যায়, অফিস ক্যাম্পাসে পানি শোধনাগারের একটি বহুতল ব্রিল্ডিং নির্মাণের কাজ চলছে। এই বিল্ডিংয়ের ঠিকাদারের সাথে আতাত করে সরকারি জীবিত গাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছগুলো প্রায় দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আগে সেই টাকা কর্মকর্তা-কর্মচারীগণ ভাগবাটোয়ারা করে নিয়েছে। ৩য় ও ৪র্থ শ্রেণির কয়েক কর্মচারি এই টাকার ভাগ পায়নি। তারা বিষয়টি ফাঁস করে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা বিষয়টি নিয়ে মাঠে তদন্ত করতে নেমেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানান, তার অফিস ক্যাম্পাসে মেহগনির গাছসহ কোন গাছ ছিল না। তাই কেটে নেয়ার প্রশ্নই উঠেনা। কিন্তু তাকে গাছ কেটে নেয়ার ছবির কথা বললে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। সেই সাথে ফোন বন্ধ করে রাখেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, সরকারি দপ্তরের ক্যাম্পাসের গাছ রাষ্ট্রীয় সম্পক্তি এ গাছ কাটতে পারে না। গাছ কাটতে হলে কমিটির মাধ্যমে বন বিভাগের অনুমতি নিয়ে টেন্ডারের মাধ্যমে কাটতে হবে। এটা অন্যায় করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম