ইব্রাহীম সাকিব, লালমনিরহাট :
উত্তর জনপদের লালমনিরহাট বিসিক শিল্প নগরী শিল্পায়নের দিকে এগিয়ে চলেছে। ১৫ একর ৬০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এ শিল্প নগরীতে মোট শিল্প প্লট রয়েছে ১০৬টি। এ পর্যন্ত ৮৮টি প্লট বিতরণ করা হয়েছে ২৬টি শিল্প ইউনিটের অনুকূলে। বস্ত্রজাত, প্রকৌশল, তুলা, আইসক্রীম, ময়দা, মুড়ির অটোমিল, ফার্নিচার, প্লাষ্টিক এবং কোল্ড স্টোরেজ শিল্প এখানকার বিসিক নগরীকে সমৃদ্ধ করেছে। বিসিকের উপ-ব্যবস্থাপক অফিস প্রধান মো: আবু হোসেন জানান, লালমনিরহাট বিসিক শিল্প নগরীর অভ্যন্তরীন সড়ক ওভারহেড পানি ট্যাংক, বৈদ্যুতিক লাইন সবই প্রস্তুত রয়েছে। তবে এখানে কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। ডিএম পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আরও অন্য কয়েকটি পদ শূন্য থাকায় বিসিকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে উদ্যোক্তারা এসে বিভিন্ন শিল্প কারখানা দিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিশেষ করে এ অঞ্চলের শাক-সবজি রাখার হিমাগার নির্মাণ করার যথেষ্ট জায়গা রয়েছে বলে সূত্র জানায়। অত্যন্ত্য মনোরম পরিবেশে লালমনিরহাট শহরের উপকন্ঠে অবস্থিত এ বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে।