আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
একদিকে করোনাভাইরাস অন্যদিকে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে লোহাগাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকের অনেকেই দিশেহারা। মিটারের রিডিং এবং বিদ্যুৎ বিলের সঙ্গে মিল না থাকায় গ্রাহকরা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা জানান, এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’
করোনার কারণে বিদ্যুৎ বিভাগের মিটার রিডাররা ঘরে বসে গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরি করেছে। এতে দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, করোনা ভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতিতেও প্রায়ই ২/৩ গুন বাড়িয়ে বিল করা হয়েছে। ক’মাস আগেও ৪’শ থেকে ৬’শ টাকা বিল আসলেও এ মাসে বিল সেখানে হয়েছে ১৭’শ থেকে ৩ হাজার টাকা। করোনায় আয় রোজগার না থাকায় অতিরিক্ত বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে গ্রাহকরা।
এ ব্যাপারে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের (ডিজিএম) সরওয়ার জাহান বার্তা বাজার পত্রিকাকে জানান, করোনার কারণে কিছু বিল গরমিল হয়েছে। এই জন্য আমরা সমন্বয় সেল গঠন করেছি। এই ধরণের অভিযোগ পেলে রিডিং দেখে সমন্বয় করে দেওয়া হচ্ছে।