নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় মেধাবী ছাত্র শুভ মিস্ত্রি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করলেও অর্থাভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলার পূর্ব আমড়াগাছিয়া গ্রামের হতদরিদ্র বিরাংশু মিস্ত্রীর পুত্র শুভ মিস্ত্রী ২০২০ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষায় আমড়াগাছিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করেছে কিন্তু ভবিষ্যতে ডাক্তার হতে চাওয়া শুভর অর্থাভাবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
শুভর পিতা বিরাংশু মিস্ত্রী জানান, দিন মজুরী ও মানুষের বাড়িতে কাজ করে উপার্জিত অর্থে অর্ধাহারে অনাহারে তাদের সংসার চলে। ছেলেটা ক্লাস ফাইভে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিল আবার এখন এসএসসিতে ভাল ফলাফল নিয়ে পাশ করলেও উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি ও লেখাপড়ার খরচ জোগানোর সামর্থ তার পরিবারের নেই। ছেলের চিন্তায় রাতে ঘুম আসেনা বলে জানান। শুভর পিতা দেশের বিত্তবান দানশীল ব্যক্তিবর্গ ও সরকারের কাছে সহায়তার আবেদন জানান।
(শুভ’র পিতা বিরাংশু মিস্ত্রীর মোবাইল নং ০১৪০৫৩৫৩৩০৬ ।)