নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় স্কুল শিক্ষিকাসহ দুই নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার দক্ষিন-তাফালবাড়ি গ্রামের মৃতঃ আঃ ছত্তার সরদারের স্ত্রী সাজেদা বেগম (৮০) ও উপজেলা সদরের আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রাশিদা বেগম (৩৫)। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, আক্রান্ত ওই দুই নারী ঢাকা থেকে ফিরে গত ৪জুন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা টেষ্টের জন্য নমুনা দিয়ে যান। তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে রোববার সকালে তাদের করোনায় আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া তাদের সংর্স্পশে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।