শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪ জেলে
পদ্মা নদিতে মাছ ধরতে গিয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে
আর্থিক সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সিনিয়র উপজেলা
মৎস্য কার্যালয়ে মাধ্যমে বন বিথীতে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান
মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সিনিয়র উপজেলা
মৎস্য অফিসার সমীর কুমার বসাক, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল
ইসলাম, উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী জলি আক্তার প্রমুখ। প্রত্যেক
ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
উল্লেখ্য, বাঘড়া এলাকার জেলে উকিন্দ্র মালো, প্রফুল্য মালো, শ্রী সানন্দ মালো ও
রামকৃষ্ণ মালো পদ্মা নদীর অংশে মাছ ধরতে গিয়ে নিহত হন তারা।